প্রশ্ন:
বিয়ের পোশাক পরিহিত অবস্থায় ঐ পোষাকে সালাত আদায় করা যাবে? কেননা কাপড়
গুলো একদম নতুন ধোয়া নয়। আর বাংলাদেশে যোহর এর ওয়াক্ত ১২:oo টায় শুরু হয়।
এখন উনি বিয়ের দিন কি সকাল ১০/১১ টায় যোহর+আসর জমা করে পড়ে নিতে পারবেন?
-------------------------------
উত্তর :
বিয়ের
পোশাক পরিধান করে সালাত আদায় করা যাবে- যদি তাতে নাপাক কোন কিছু না লেগে
থাকে। বাজার থেকে ক্রয় কৃত যে কোন নতুন কাপড় পরিধান করে সালাত আদায় করতে
কোন বাধা নেই। সেটা ধৌত করা জরুরি নয়। বরং যতক্ষণ স্পষ্টভাবে না জানা যাবে
যে, তাতে নাপাকি লেগেছে ততক্ষণ পর্যন্ত তাকে পাক হিসেবেই ধরতে হবে এবং সেই
নতুন কাপড় পরিধান করে সালাত আদায় করা সহীহ হবে ইনশাআল্লাহ।
বিয়ের দিন সকাল ১০/১১টা অর্থাৎ যোহর সালাত আদায় করলে তা শুদ্ধ হবে না।
মোটকথা, সময় হওয়ার আগে কোন সালাতই শুদ্ধ হবে না। কেননা, সালাত শুদ্ধ হওয়ার জন্য ‘সময় হওয়া’ একটি অপরিহার্য শর্ত।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
No comments:
Post a Comment