প্রশ্ন: রামাযান মাসে হায়েয এসে গেলে করণীয় ও বর্জনীয় আমল কি কি?
-----------------
উত্তর:
হায়েয অবস্থায় একজন মহিলার জন্য যে সকল কাজ করা বৈধ নয় সেগুলো হল:
একান্ত প্রয়োজন ছাড়া কুরআত তিলাওয়াত করা বা আবরণ ছাড়া কুরআন স্পর্ষ করা
কাবা তাওয়াফ
মসজিদে দীর্ঘ সময় অবস্থান করা
স্বামীর সাথে সহবাস করা
সালাত ও সিয়াম। সালাত কাজা করার প্রয়োজন নাই তবে সিয়ামগুলো পরবর্তীতে কাজা করা আবশ্যক।
এ
ছাড়া যত প্রকার ইবাদত আছে সবই করা জায়েয আছে। যেমন: কুরআনের তাফসীর পড়া
(তবে কুরআনে মূল টেক্সগুলো পড়া যাবে না), হাদীসের বই পড়া, ইসলামী বই-পুস্তক
পড়া, ইসলামী জ্ঞানার্জন করা, কুরআন তিলাওয়াত শুনা, ইসলামী আলোচনা শুনা,
দুআ ও যিকির সমূহ পাঠ করা। এমন কি দুআ ও যিকির হিসেবে বা রুকিয়া (ঝাড়ফুঁক)
এর প্রয়োজনে কুরআনের আয়াত ও সূরা (যেমন সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল
কুরসী ইত্যাদি) পড়াও জায়েয আছে।
--------------------
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব
No comments:
Post a Comment