Thursday, April 22, 2021

'দাইয়ূস' চিনেনঁ?

 

দাইয়ূস' চিনেন? সহজ ইংরেজিতে বললে—'Cuckol' বলা যাবে।
হাদিস ব্যাখ্যাতারা বলেন– 'দাইয়ূস' ওই ব্যক্তি যে তার স্ত্রীকে ও পরিবারের সদস্যদের অশ্লীল কাজের সুযোগ করে দেয়। অথবা তাদের খারাপ কাজে বাধা দেয় না। বরং পরিবারের শরিয়াহ বিরোধী কাজ নীরবে মেনে নেয়!
আল্লাহপাক রাব্বুল আলামিন কিয়ামতের দিন 'দাইয়ূস'–দের দিক তাকাবেন না। জান্নাত তাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে!
সালিম তার পিতা আবদুল্লাহ ইবনু উমার রাযি. থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন– মহান আল্লাহ কিয়ামত দিবসে তিন প্রকার মানুষের দিক তাকাবেন না—
১. মাতা-পিতার অবাধ্য।
২. ওই নারী, যে তার সাজসজ্জায় পুরুষের অনুসরণ করে।
৩. 'দাইয়ূস'
অন্যত্র রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম বলেন– তিন প্রকার মানুষের জন্যে আল্লাহপাক জান্নাত হারাম করেছন—
১. যে মদ তৈরি করে।
২. যে মাতা-পিতার অবাধ্য।
৩. ওই চরিত্রহীন ব্যক্তি (দাইয়ূস), যে তার স্ত্রীকে অশ্লীলতা ও ব্যভিচার করতে সুযোগ দেয়।
২.
আমরা দিনদিন বড্ড সেল্ফিশ হয়ে যাচ্ছি। স্বার্থপরতার অদৃশ্য দানব আমাদের আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরছে। জাহান্নাম থেকে বাঁচতে নিজেরা নিজেরাই উতরে যেতে চাই কেবল। পরিবার, ভাইবোন, ছেলেমেয়ে, স্ত্রী; কোনদিক যাচ্ছে—তার কোনো খোঁজই নেই। তাদের কার্যকলাপ থোড়াই কেয়ার করি আমরা।
অথচ রাসূলের হাদিস বলছে স্ত্রী-সন্তানের পাপের কারণে আমাকে শাস্তি ভোগ করতে হবে। এ শাস্তি, তারা পাপ করেছে—এ কারণে নয়, বরং তাদের বাধা দিইনি কেনো—সে কারণে।
সোস্যাল ডিস্টেন্স–এর এখনের এ সময়টা একটা বিরাট সুযোগ। প্রতিদিনই আমাদের সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকার কথা বলা হচ্ছে। বিচ্ছিন্ন না থাকলে কড়াকড়িও আয়োজন থাকছে। আমাদের মায়েরা বোনেরা একটু বেশিই আতঙ্কিত। ঘরে অবস্থান করছে। বাইরে, বাজারে, শপে, মার্কেটে বেরুবার কোনো স্কুপই পাচ্ছে না। আত্মীয়স্বজনে যাওয়া যেমন খুব কম, তেমনই তাদের আসাটাও এ দিনগুলোতে নিতান্ত অল্প।
একটাই সুযোগ তাদেরকে বোঝানোর। হিকমাহর সাথে তাদেরকে বাঁচানোর, নিজেরা বাঁচার।
সহজে এই বিষয়টা বুঝিয়ে দিলেই হয়—যেখানে না গিয়ে এই তিন সপ্তাহ চললো, যাদের না দেখে, যাদের সামনে না গিয়ে এই দুই সপ্তাহ কাটলো—আজীবন সেখানে না যাওয়ার, তাদের না দেখার, তাদের সামনে না যাওয়ার প্রতীজ্ঞা করা যায় না?
সাথেসাথে এখনের এ অলস অবসরটায় ঘরে ঘরে তালিমের ব্যবস্থা করা যায়। এতে যেমন নিজেদের জানার পরিধি বাড়বে, তেমনই তাদের সতর্ক করা যাবে।
ওয়াল্লাহুল মুয়াফফিক

No comments:

Post a Comment