Thursday, April 22, 2021

বিয়ের আগে বাবার নাসিহা

 

বিয়ের আগে বাবার নাসিহা,
শাইখ ফুয়াদ শাকির তাঁর “লিন-নিসাই ফাকৃাত” গ্রন্থে বর্ণনা করেন, মুহাম্মাদ ইবনু আবদুস সালাম আল-খুশানী (রহঃ) তার পুত্রকে উপদেশ দেন এই বলে যে...
.
কথা-বার্তায় ও চাল-চলনে ঔদ্ধত্য প্রকাশকারীনি নারীকে কখনও । বিয়ে করবে না ।
.
সে তােমার ভালাে গুণগুলােকে অগ্রাহ্য করবে এবং তােমার ভেতরের মন্দকে প্রকাশিত করবে ।
.
তােমার বিপদের সময় সে তােমাকে ছেড়ে চলে যাবে এবং তােমার প্রতি তার কোন আকর্ষণবােধই থাকবে না ।
.
এ ধরণের নারী তার স্বামী ঘরে ফিরে আসলে সে নিজে ঘর থেকে বেরিয়ে যায় । আর স্বামী যখন বাইরে বের হয়, তখন সে ঘরে ফিরে ।
.
স্বামী কোন কিছুতে হাসলে সে রেগে যায়, আর স্বামী রাগ করলে সে হাসে ।
.
স্বামী তালাক দিলে সে আল্লাহর কাছে তার ক্ষোভ প্রকাশ করে । এ ধরণের নারী খুব কম সহনশীল হয় এবং সবসময় অন্য সকলের সমালােচনা করে বেড়ায় ।
.
এরা হয় কর্কশকণ্ঠী, বিরক্তিকর ও নীচু মন-মানসিকতার । দোষী হওয়া সত্বেও তারা গলাবাজি করে এবং যেনতেনভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করে । তারা কখনও সত্য কথা বলে না এবং নৈতিক দিক থেকে হয় জঘণ্যভাবে অধঃপতিত ।

No comments:

Post a Comment