বিয়ে ভাবনা সিরিজ ০১
আধুনিক বাবা মা এর কাছে চাকরি পাবার আগে সন্তানের বিয়ের বয়স হয়না !
বিয়ের বয়সটা ছাত্র জীবনে রাখলে কী সমস্যা হবে?
দায়িত্ববোধ যার কখনই ছিলনা, তার কখনই হবেনা। ছেলের ও মেয়ের বাবা মা আরো কিছুদিন (বিয়ের পরেও) ভরণপোষনের দায়িত্ব নিলে কি সমস্যা? তাদের কি সন্তানের চরিত্রের চাইতে লোকে কি বলবে --সেটাই বড় বিষয়?
শুধু বাবা মা না কলেজ,ভার্সিটি পড়ুয়া ছেলেপেলেদের চিন্তাও একই এখন কিসের বিয়ে!
এত দায়িত্ব নেয়ার যোগ্যতাই তো হয় নি!
নিজেকেই খাওয়াতে পারিনা ,বউকে কি খাওয়াবো, ক্যারিয়ার ও নষ্ট হবে।
একটা মেয়েকে বিয়ে করে দায়িত্ব নিতে না চাইলেও প্রেমিকার সকল দায়িত্ব নিতে এরা প্রস্তুত ।
কেননা এই প্রেমিকারা হচ্ছে তাদের পার্টটাইম , এবং আধুনিক প্রেম মানে বিয়ে না করেও সকল সুবিধা ভোগ করা আবার দায়িত্ব ও নিতে হয়না.! কয়দিন পর পরিবর্তন ও করা যায় , সস্তা মজাও পাওয়া যায়।
আর বিয়ে করে ফেললে তো সেই রাস্তা বন্ধ ।
তাই বাবা- মা , সমাজ উপযুক্ত সন্তানদের বিয়ে না দিয়ে হারামের রাস্তা খোলা রাখার যে সিস্টেম চালু করেছে , সন্তানেরা তা লুফে নিয়েছে ।
কেননা আপনি যখন হালাল রাস্তা বন্ধ করে দিবেন তখন আপনা আপনিই হারামের রাস্তা খুলে যাবে ।
যেই সমাজে বিয়ে কঠিন হয় সেই সমাজে জিনাহ সহজ হয়ে যায় !
সমাধান কি ?
বিয়েকে সহজ করে দিতে হবে , বিয়ের উপযুক্ত সন্তানদের বিয়ে দিয়ে দিতে হবে।না হলে সন্তানদের গুনাহের বোঝার ভার পিতা-মাতারই বইতে হবে।
আজকাল তো দেখা যায় , উপযুক্ত সময়ে বিয়ে দেয়নি এখন মেয়ের জন্য পাত্রই পাচ্ছেনা। তাই সময়ের কাজ সময়েই করুন সময় গেলে আর কাজে আসবেনা ।
পরিশেষে বলব, মহান আল্লাহ্ ﷻআমাদের অভিবাবকদের দায়িত্বশীল হওয়ার তৌফিক দিন এবং একই সাথে যুবক যুবতীদের অনৈতিক ও অসামাজিক কাজ হতে হেফাজত করুন- আমিন!
No comments:
Post a Comment